নিজস্ব প্রতিনিধিঃ
সিপিবি’র কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক, বংলাদেশ কৃষক সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড মোর্শেদ আলীর মৃত্যুতে বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারন সম্পাদক নাজমুল হক প্রধান গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, “আমরা গভীর শোকাভিভূত ও মর্মাহত। এ দেশের গণতান্দ্রিক আন্দোলনে কমরেড মোর্শেদ আলীর অবদান মানুষ চিরদিন মনে রাখবে। ব্যক্তি জীবনে অমায়িক, বিনয়ী, মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ ছিলেন তিনি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।” উল্লেখ্য কমরেড মোর্শেদ আলী আজ বুধবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Leave a Reply