রোকন উদ্দীন সজীব, সাদুল্লাপুর ( গাইবান্ধা) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বোয়ালীদহ গ্রামের আজাহার আলী বাড়ী থেকে বের হওয়ার রাস্তা প্রায় ২ বছর যাবৎ প্রতিপক্ষরা বাশেঁর বেড়া দিয়ে বন্ধ করে রেখেছিলো। গতবছর কুরবানির মাংস ভাগ বাটোয়ারা নিয়ে দুপক্ষের দ্বন্দের ফলে রাস্তাটি বন্ধ ছিল। পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন সীমাহীন দুর্ভোগ পোহায় আজাহার আলীর পরিবার। খবর টি ছবি সহ বিভিন্ন পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছিলো।বিষয়টি স্হানীয় ভাবে ফয়সালা না হওয়ায় আদালতের আশ্রয় নেয় আজাহার আলী।অবশেষে বুধবার আদালতের রায়ে আজাহার আলী যাতায়াতের রাস্তা ফিরে পেয়েছে। রাস্তা ফিরে পেয়ে আনন্দ বিরাজ করছে ঐ পরিবারে।ফিরে পাওয়া রাস্তাটি সংস্কার করছেন, আজহার আলী ও তার নাতি।
Leave a Reply