নিজস্ব প্রতিবেদক:
মামুনুল হক কে চ্যালেঞ্জ দিচ্ছি, কল রেকর্ড যদি টেম্পারিং হয়,৭১ টিভির নামে মামলা করে দেখান । বিটিআরসি আছে,মোবাইল নেটওয়ার্ক অথরিটি আছে প্রমান হয়ে যাবে, সৎসাহস থাকলে মোকাবেলা করুন।
আর যাকে ২য় স্ত্রী বলে দাবি করছেন, তাও প্রমান করুন বৈধ কাগজ পত্র দিয়ে, দেখি গলাবাজির দৌড় কতদুর ? ব্যভিচারী পরনারীতে আসক্ত,
এক কথায় যাকে বলে দুশ্চরিত্রের অধিকারী বহুত গলাবাজি হুংকার চিল্লাচিল্লি বকবকানি দেখছি আপনার, সাধারন ধর্মপ্রান মুসলিমদের মাথায় নুন থুইয়া বরই বহুত খাইছেন,পারলে নিজেকে শুদ্ধ প্রমান করে দেখান, বাংলাদেশের জনগণ তথা জাতি ও দেখতে চায় ।
হাক্কানী পীর মাশায়েক আমরা চিনি, উনাদের বাড়ীর ২ কিঃমি দূর দিয়া গেলে ও মনে হয় এই এলাকায় মানুষ থাকেনা ১০০ বছর এমন মনে হয়, আর আপনি গেছেন রিসোর্টে অবকাশ যাপনে, বাহ এই হইল একজন পাক্কা আলেমের লাইফ স্টাইল! আবারও প্রমান হয়ে গেলো, পাপ বাপকে ও ছাড়েনা, ধর্মের নামে রাজনীতি করলে এমন ফল ভোগ করতে হয় । মহান আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না । জনাব মামুনুল হক রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আল্লাহ প্রদত্ত কঠিন শাস্তি ভোগ করতে হবে আপনাকে নিরীহ সহজ সরল মানুষের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবস্থাপনা ধ্বংস করেছেন । সেদিন বেশী দুরে নয়, এমন একদিন আসবে আস্তাকুড়ে নিক্ষেপ হবেন ইনশাআল্লাহ ।
মোঃ আমিনুর রহমান সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটি ।
Leave a Reply