বার্তা সম্পাদকঃ
সল্প সময়ে বিকল্প সফলতার গল্প ইলেক্ট্রিক মিডিয়ায় যেনো যমুনা টিভিই বলেছেন! দল মত নিরপেক্ষতায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশনায় সফলতার সাতটি বৎসর শেষ করে অষ্টম বৎসরে পদার্পণ আজ!
যে মানুষটির স্বপ্ন ছিলো, যমুনা টিভি প্রথম শ্রেণীর ইলেক্ট্রিক মিডিয়া’র অন্যতম চ্যানেল হবে, তার স্বপ্ন বাস্তবতায়ন বরাবর হয়ে আসলেও সে মানুষটি আজকে পৃথিবীতে নেই!
যে ব্যাক্তি আমাদের জন্য এমন এক নিউজ প্রতিষ্ঠান রেখে গিয়েছেন! আমরা চোখবুঁজে যে প্রতিষ্ঠান এর সকল নিউজ দেখতে,পড়তে পারি, সেই প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলাম বাবুল এর বিদেহী আত্নার প্রতি শ্রদ্ধা নিবেদন করি।
পথচলার অষ্টম বৎসরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন স্বদেশ অটো লিঃ চেয়ারম্যান ও জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর।
Leave a Reply