জুলফিকাার আলম,দাগনভূুঞা প্রতি
দাগনভূঞা ফুটবল এসোসিয়েশন (ডিসিএ) কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছ।
বৃহষ্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান।
দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, পৌরসভা মেয়র ওমর ফারুক খান, থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ৪নং রামনগর ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন বি.কম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা ছিদ্দিকী, ফেনী জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ও ৮নং জায়লষ্কর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন।
এসময় আরো উপস্থিত ছিলেন, দাগনভুঞা উপজেলা যুবলীগ সভাপতি ও ৫নং ইয়াকুবপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, ৬নং সদর ইউনিয়ন চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, ৩নং পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রায়হান প্রমুখ।
খেলায় ৬নং সদর ইউনিয়ন বনাম ৮নং জায়লষ্কর ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এসময় জায়লষ্কর ইউনিয়নকে ০৬-০১ গোলে হারিয়ে জয় লাভ করেছেন সদর ইউনিয়ন।
Leave a Reply